Home আজকের খবর ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এসিএন লাইফ নিউজ, ২৫ অক্টোবর : আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল । শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

 

 

 

 

 

তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, “স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে । দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল । তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে । তার পরেই স্কুল শুরু হবে মাঝ নভেম্বরে ।”

 

 

 

 

 

 

পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছিল স্কুল খোলা নিয়ে । কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় বাড়ছিল সমস্যাও । কিন্তু সোমবার প্রশাসনিক বৈঠক থেকেই স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্তের ব্যাপারে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । এবিষয়ে শিক্ষপ্রতিষ্ঠানগুলোকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ।

 

 

 

 

সোমবার ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে স্কুল কলেজগুলির । সেগুলি আগামী কয়েকদিনে যাতে সামলে নেওয়া যায়, তার জন্যও বেশ কিছুটা সময় রাখার কথা বলেছেন তিনি ।

Most Popular

বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিড ?

সিড-কিয়ারার প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই চলছিল বলিউডে৷ কিন্তু কেউই কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি৷ অবশেষে বাজল সানাই৷ আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি জয়সলমেরে...

বইমেলায় নিজের লেখা জেরক্স করে বিক্রি করছেন মাত্র 5 টাকায়।

মুঠোফোনের পাতায় যতই আমরা প্রতিভাবান শিল্পীদের পরিচয় পাই না কেন, এমন অনেক ঘটনা থেকে থাকে যা আমাদের বাস্তব জীবনে সামনে থেকে উপলব্ধি করতে হয়।বর্তমানে...

দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এল ৪৭ লক্ষ টাকা, কি করলেন সেই টাকা দিয়ে?

একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়ালের মধ্যে লুকনো ৬টি টিনের কৌটো উদ্ধার করেছেন সে দেশের এক ব্যবসায়ী। সেই কৌটো থেকে তিনি উদ্ধার করেন ৪৭...

আফ্রিকা মহাদেশের দক্ষিণ এর বোদি উপজাতির নারীদের মেদবহুল পুরুষ পছন্দ

ইথিওপিয়ার দক্ষিণে ওমো উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে বাস বোদি উপজাতির। সেই উপজাতির মহিলাদের পছন্দ গোল ভুঁড়িযুক্ত পুরুষেরা।পৃথিবীতে এমনও উপজাতি রয়েছে যেখানে সুঠাম চেহারা নয়, বরং...

Recent Comments