Home আজকের খবর ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এসিএন লাইফ নিউজ, ২৫ অক্টোবর : আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল । শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

 

 

 

 

 

তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, “স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে । দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল । তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে । তার পরেই স্কুল শুরু হবে মাঝ নভেম্বরে ।”

 

 

 

 

 

 

পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছিল স্কুল খোলা নিয়ে । কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় বাড়ছিল সমস্যাও । কিন্তু সোমবার প্রশাসনিক বৈঠক থেকেই স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্তের ব্যাপারে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । এবিষয়ে শিক্ষপ্রতিষ্ঠানগুলোকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ।

 

 

 

 

সোমবার ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে স্কুল কলেজগুলির । সেগুলি আগামী কয়েকদিনে যাতে সামলে নেওয়া যায়, তার জন্যও বেশ কিছুটা সময় রাখার কথা বলেছেন তিনি ।

Most Popular

কলকাতার দুর্গাপুজো দেখতে ফ্রান্সের ইঞ্জিনিয়াররা

এ বছরই বাংলার দুর্গা উৎসব বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে ইউনেস্কোর বিচারে। আর সেই কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে বাংলার এই দুর্গা উৎসব...

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

Recent Comments