এসিএন লাইফ নিউজ, ২৫ অক্টোবর : আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল । শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, “স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে । দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল । তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে । তার পরেই স্কুল শুরু হবে মাঝ নভেম্বরে ।”
পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছিল স্কুল খোলা নিয়ে । কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় বাড়ছিল সমস্যাও । কিন্তু সোমবার প্রশাসনিক বৈঠক থেকেই স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্তের ব্যাপারে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । এবিষয়ে শিক্ষপ্রতিষ্ঠানগুলোকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ।
সোমবার ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে স্কুল কলেজগুলির । সেগুলি আগামী কয়েকদিনে যাতে সামলে নেওয়া যায়, তার জন্যও বেশ কিছুটা সময় রাখার কথা বলেছেন তিনি ।