এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ শপথ নেন মমতা । আজ বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড় । মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধায়কদেরও শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ।
ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃতীয়বার বিধায়ক পদে শপথ নেন তিনি । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় ।
শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত থাকলেন বিজেপি বিধায়করা । তবে বিজেপি বিধায়ক হিসেবে উপস্থিত ছিলেন কেবল মাত্র মুকুল রায় । আর কেউ এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকেননি ।
ছবি সৌজন্যে এএনআই