এসিএন লাইফ নিউজ ডেক্স, ২৯ জুলাই : আজ ভারতবর্ষের নবজাগরণের পথিকৃত দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু বার্ষিকী । তাঁর ১৩০ তম মৃত্যু বার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “নারীর ক্ষমতায়নে তিনি জয় এনে দিয়েছেন ৷ সমাজের সমস্তরকম বাধা ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন ৷ বিদ্যাসাগরের জীবন ও শিক্ষা সর্বকালের জন্য সকলের জন্য এক অবিরাম অনুপ্রেরণা ৷”
ঊনবিংশ শতকে নারীর শোষনের বিরুদ্ধে বিদ্যাসাগরের সোচ্চার ভূমিকা চিরস্মরণীয় । বিধবা বিবাহের প্রচলন করে সেযুগে বহু মানুষের বিরাগভাজন হতে হয়েছিল তাঁকে । তবু পিছপা না হয়ে নিজের কাজে ব্রতী থেকেছেন তিনি । ‘বর্ণপরিচয়’-এর মতো বই লিখেছেন তিনি । বাঙালি শিশুকে বাংলা ভাষা’র সঙ্গে পরিচয় করানো তাঁর জীবনের আর এক কীর্তি ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতার বাদুড়বাগানস্থ বাসভবনে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।