এসিএন লাইফ নিউজ, ১২ অগাস্ট : ত্রিপুরায় কর্মসূচি পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব নেতাদের । মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার পর্যন্ত করানো তাঁদের । প্রচণ্ড মারধর পর্যন্ত করা হয় ছাত্র ও যুব নেতাদের । এর জেরে সুদীপ রাহা, জয়া দত্তদের এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে এখনও । সেই কারণে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দেখতে যান এসএসকেএম হাসপাতালে ।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । সুদীপ, জয়াদের দেখে বের হবার পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী । এদিন তিনি বলেন, “যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদেরই গ্রেফতার করা হয়েছে ওখানে । বাইরে কেউ গেলেই তাঁদের গ্রেফতারির মুখে পড়ছেন । কিন্তু আমরা পিছু হঠব না, দেখে নেব । আমরা দেখে নেবো । এ লড়াই জারি থাকবে।”
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় সংগঠন সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস । ব্রাত্য বসু, মলয় ঘটক, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ–সহ দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তকে ৮টি জোনের দায়িত্ব দেওয়া হয়েছিল । সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েন সুদীপ, জয়া, দেবাংশুরা । মাথায় আঘাত লাগে সুদীপের, জয়া দত্তর কান জখম হয় । আবার প্রতিবাদ করলে তাঁদেরই উলটে গ্রেফতার করা হয় । রবিবারই ত্রিপুরায় ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা । থানায় বসে থেকে আহত ধৃত যুবনেতাদের জামিন করিয়ে কলকাতায় ফেরেন অভিষেক ।
এরপর থেকেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন সুদীপ রাহা, জয়া দত্ত । সোমবারই তাঁদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী । ফের আজ আবারও দেখতে গেলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন অভিষেক ।