এসিএন লাইফ নিউজ, ২৭ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ । আধঘণ্টার বেশি সময় ধরে চলে সেই বৈঠক । করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা ।
তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর তাঁর এটাই প্রথম দিল্লি সফর । বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলাইকুন্ডায় দেখা হয়নি । তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল ।
মমতা জানান, আরও ভ্যাকসিনের প্রয়োজন । একথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন । তিনি আরও বলেন, ‘আমার রাজ্য়ে জনসংখ্যা বেশি, অন্য রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছি । ভ্যাকসিনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি ।’
পাশাপাশি, বাংলার নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । বলেন, ‘বাংলার নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি । বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি । প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন ।’
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ-এর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আরটি পিসিআর করা দরকার । আমার ডবল ডোজ নেওয়া আছে, কিন্তু করোনা টেস্ট করাব কোথায় ? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন ।’
প্রসঙ্গত, ভোটের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক হল মুখ্যমন্ত্রীর । এই বৈঠক ঘিরে তুমুল জল্পনা ছিল দেশের রাজনৈতিক মহলে ।
ছবি সৌজন্যে এএনআই