Home Modi Mamata Meet রাজ্যে আরও ভ্যাকসিনের প্রয়োজন : মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা

রাজ্যে আরও ভ্যাকসিনের প্রয়োজন : মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা

এসিএন লাইফ নিউজ, ২৭ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ । আধঘণ্টার বেশি সময় ধরে চলে সেই বৈঠক । করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা ।

 

 

 

 

 

তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর তাঁর এটাই প্রথম দিল্লি সফর । বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলাইকুন্ডায় দেখা হয়নি । তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল ।

 

 

 

 

 

মমতা জানান, আরও ভ্যাকসিনের প্রয়োজন । একথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন । তিনি আরও বলেন, ‘আমার রাজ্য়ে জনসংখ্যা বেশি, অন্য রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছি । ভ্যাকসিনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি ।’

 

 

 

 

 

পাশাপাশি, বাংলার নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । বলেন, ‘বাংলার নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি । বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি । প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন ।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ-এর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আরটি পিসিআর করা দরকার । আমার ডবল ডোজ নেওয়া আছে, কিন্তু করোনা টেস্ট করাব কোথায় ? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন ।’

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গত, ভোটের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক হল মুখ্যমন্ত্রীর । এই বৈঠক ঘিরে তুমুল জল্পনা ছিল দেশের রাজনৈতিক মহলে ।

 

ছবি সৌজন্যে এএনআই

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments