Home খবর জেলা সফর থেকে খোঁচা মুখ্যমন্ত্রীর ,বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মমতা

জেলা সফর থেকে খোঁচা মুখ্যমন্ত্রীর ,বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মমতা

জেলা সফরে গিয়ে মঙ্গলবার খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিধায়ক, পুরসভা এবং জেলা পরিষদের সদস্যরা। সেখানে তৃণমূলনেত্রীর কথায় উঠে আসে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির কথা। অজিতের দাবি, গেরুয়া শিবিরের মঙ্গলবারের কর্মসূচি নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে মমতার গলায়।

অজিতের দাবি, ‘‘দিদি বৈঠকে বলেছেন, বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। ওরা কিছু করতে পারেনি। ফ্লপ হয়ে গিয়েছে। ফিউজ হয়ে গিয়েছে। বিজেপির ঢাক গুড়গুড়, শেষে অশ্ব ডিম্ব।’’ তৃণমূলের অন্য একটি সূত্রের দাবি, মমতা দলীয় প্রতিনিধিদের বলেন, ‘‘বিজেপির বেলুন ফুস হয়ে গিয়েছে। তৃণমূল স্তরে কোনও লোক নেই ওদের।’’বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেলা সফর থেকে গেরুয়াশিবিরের কর্মসূচি নিয়ে খোঁচা দিলেন তিনি। এমনটাই জানিয়েছেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি।

খড়্গপুরে দলীয় নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন মমতা। সেখানে থাকা এক নেতার দাবি, বিজেপির ‘বেলুন ফুস’ হয়ে গিয়েছে বলেও দলীয় বৈঠকে খোঁচা দিয়েছেন মমতা।শুভেন্দু অধিকারী মিছিলে যোগ দেওয়ার জন্য সাঁতরাগাছিতে পৌঁছনোর আগেই তাঁকে আটকে দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মিছিলও আটকে দেওয়া হয় লালবাজারের কাছে। অন্য দিকে, হাওড়া ময়দান থেকে নবান্নের উদ্দেশে মিছিল শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকেও আটকে দেওয়া হয় হাওড়ায়।মঙ্গলবার নবান্ন অভিযান শুরুর আগে পূর্ব মেদিনীপুরের সোনাপেত্যা টোল প্লাজা

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments