Home song মনামি পেলেন আন্তর্জাতিক সম্মান,প্রথম গানেই বাজিমাত

মনামি পেলেন আন্তর্জাতিক সম্মান,প্রথম গানেই বাজিমাত

এবার নায়িকা থেকে গায়িকা হওয়ার পথে এগিয়েছেন তিনি। সম্প্রতি সারা দেশে তো বটেই দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সাড়া ফেলেছে মনামির গাওয়া গান ভিটামিন এম। এই গানে তিনি বলেছেন “পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব ৷” এই ভিটামিন এম গানের গেয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী।বয়স যাই হোক না কেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মনামি ঘোষ। গত ২৫ বছরের ক্যারিয়ারে মনামির অভিনয় শুধু নয় নাচও যথেষ্ট জনপ্রিয় তাঁর অনুরাগীদের কাছে। ইদানিং বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রীর তালিকায় নতুন সংযোজন হল গান।

অভিনয় এবং নাচের পাশাপাশি দারুন গানের গলা মনামির।প্রসঙ্গত দুদিন আগেই গিয়েছে জন্মাষ্টমী ,ভগবান কৃষ্ণের জন্মদিনেই একটা বিশেষ উপহার পেলেন মনামী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।ইতিমধ্যেই অভিনেত্রীর অসংখ্য অনুরাগী এই গানের রীল ভিডিও বানিয়ে ফেলেছেন। আর তাই প্রথম গানই এভাবে হিট করে যাওয়ায় দারুন খুশি অভিনেত্রী নিজেই।

এবার এই গানের জন্য বিদেশ থেকে বিশেষ সম্মান পেলেন গায়িকা মনামি।শুধু দেশের মাটিতেই নয় বিদেশেও এই অল্প কয়েকদিনের বেশ জনপ্রিয়তা পেয়েছে মোনামীর গাওয়া গান। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনামির গাওয়া ভিটামিন এম গানটি। এই গানে দুর্দান্ত নাচ করে তাক লাগিয়ে দিয়েছে সুদূর ইউগাণ্ডার একদল খুদে।তবে এটা সেই অর্থে তেমন কোন আন্তর্জাতিক সম্মান না হলেও এই ভিডিওটি মনামির কাছে অনেক বেশি সম্মানের। তাই এই ভিডিওটি দেখে দারুন খুশি ভিটামিন এম এর স্রষ্টা নিজেই।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments