মঙ্গলকোট, ১৩ জুলাই : মঙ্গলকোটের লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুন দুষ্কৃতীদের । ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার । মৃতের নাম অসীম দাস । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
প্রতিদিনের মত গতকালও কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন অসীম দাস। হঠাৎ অজ্ঞাত পরিচয়ে ‘দাদা’বলে কেউ ডাক দেয় তাঁকে । এরপরই মোটরসাইকেলটি দাঁড় করান অসীম । আর তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তেই মধ্যেই অঞ্জাত পরিচয় দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হন তিনি ।
এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী সহ তৃণমূল নেতৃত্ব। তাঁর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতেই খুন হয়েছেন অসীম দাস ।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে । স্থানীয়দের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে মঙ্গলকোট থানার বিশাল পুলিশবাহিনী । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ।