মানিকচকের বার্জডুবির ঘটনায় গঙ্গা নদীতে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ এবং একটি ট্রাক উদ্ধারে সক্ষম হল উদ্ধারকারী দল।
এদিন দুপুর নাগাদ একটি মৃতদেহ উদ্ধার হয়।নদীতে ভাসছিল দেহটি।মৃতদেহটি চিহ্নিত করা গিয়েছে।মৃতের নাম তারানাথ যাদব।লঞ্চে মিস্ত্রির কাজ করতেন তিনি।
অপরদিকে এদিন একটি ট্রাকও উদ্ধার হয়েছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে এখনও পর্যন্ত নদীর জলের তলায় রয়েছে ৫ টি ট্রাক। তবে এই ট্রাকে কোনো দেহ মেলেনি।
সোমবার বার্জডুবির ঘটনার পর এখনও উদ্ধার কাজ চালানা হচ্ছে পুরোদমে।ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।রয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরাও।