মানিকচকের গঙ্গা নদীর ঘাটে বুধবার সকাল থেকে আবারো তল্লাশি অভিযান শুরু করলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
অত্যাধুনিক ক্রেন যন্ত্রের সাহায্যে নদীতে তল্লাশিতে দুপুর নাগাদ একটি ট্রাক উদ্ধারের সাথে একটি দেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
https://www.facebook.com/230205334351193/videos/210319037139723
ট্রাকের কেবিনের মধ্যেই আটকে ছিল দেহ।মৃতার নাম সাইদুল শেখ।ঝাড়খণ্ডের উদুয়া এলাকার বাসিন্দা।ট্রাকে খালাসীর কাজ করতো।
সোমবার মানিকচকের গঙ্গার ঘটে লঞ্চ দুর্ঘটনা হয়।এখনো জলের তলায় রয়েছে ছয়টি ট্রাক জানিয়েছে প্রশাসন। সকাল থেকেই উচ্চপদস্থ আধিকারিক রা ঘটনাস্থলে পৌঁছেছেন।