পন্যবাহী ১০ টি লরি বার্জে চাপিয়ে নদী পারাপারের সময় মাঝগঙ্গায় ডুবে গেল ওই লরিগুলি সহ বার্জ।মালদার মানিকচকে সোমবার রাত প্রায় ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
লরিগুলি তলিয়ে যায়।প্রায় ২০ জন নিখোঁজ। নিখোঁজ হয়ে যাওয়ার পর ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে এদিন মঙ্গলবার পর্যন্ত।জানা গিয়েছে ২ টি লরির সন্ধান মিললেও ৮ টির এখনও হদিশ মেলেনি।
মালদার মানিকচক ঘাটে গঙ্গার ওপারে ঝাড়খণ্ড সীমান্ত।জানা গিয়েছে ঝাড়খণ্ডের রাজমহল ঘাটে একটি বার্জে মালবোঝাই লরিগুলি তোলা হয় মানিকচকে নিয়ে আসার উদ্দেশ্যে। মাঝগঙ্গায় উল্টে যায় বার্জ।তলিয়ে যায় চালক, খালাসি সহ লরিগুলি।
খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল,জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজৌরিয়া সহ প্রশাসনের কর্তারা। তাদের তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়। ফেরিঘাটের অন্যান্য লঞ্চ, বোট ও নৌকার সাহায্যে উদ্ধারকাজ চলছে।
৮ জনের মতো ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতরা মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা চিকিৎসাধীন।
জানা গিয়েছে বার্জের একপাশে অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারনেই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় বার্জটি।রাতের কারনে উদ্ধারকাজে সমস্যা হয়। এখনও পর্যন্ত পুরোদমে চলছে উদ্ধার কাজ।