মানবিকতার পরিচয় দিলেন পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।
এবার মানবিকতার পরিচয় দিলেন পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । গত কাল রাএী নাগাদ তিনি কলকাতা থেকে পুরুলিয়া নিজের বাড়িতে ফিরছিলেন ।
https://www.facebook.com/230205334351193/videos/504678777173850
সেই সময় ছাতনা থানার জগন্নাথপুর এলাকায় NH60 রাস্তার ওপর এক অপরিচিত ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পড়েছিলেন । এলাকায় জটলা দেখে সংসদের গাড়ি হঠাৎ থেমে যায় ।
তিনি নিজে তার গাড়িতে করে ওই আহত ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন । পুরো বিষয়টি নিজে তদারকি করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।