ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মানসিক স্বাস্থ্যে আক্রান্ত মানুষের সংখ্যা। সাংসারিক জীবন থেকে কর্মক্ষেত্রের চাপ নিতে নিতে ক্রমশই অনেকে মানসিক রোগের স্বীকার হচ্ছেন। কিন্তু অনেক সেই মানসিক স্বাস্থ্যের বিষয়ে সেভাবে গুরুত্ব না দিয়ে বা অনেকে প্রচলিত বিভিন্ন ধরনের ধ্যান ধারণা থেকে সেগুলো এড়িয়ে যান, ফলে পরবর্তীকালে দেখা দেয় বড় সমস্যা।
অনেকে মানসিক অবস্বাদে শিকার হয়ে আত্মহত্যা করেন বা নেশাগ্রস্ত হয়ে পড়েন বা অনেকে অপরাধ মূলক কাজের সাথেও জড়িয়ে পড়েন।
কিন্তু যদি প্রথম অবস্থায় একজন মানুষের মানসিক অবস্থা নির্নয় করা যায় তা হলে হয়তো তা এড়ানো সম্ভব। সেই লক্ষ্যেই বাঁকুড়ার সারেঙ্গায় আশা কর্মীদের নিয়ে শুরু হল মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা। একই সাথে এদিন কোভিড ভ্যাকসিন নিয়ে সমস্ত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।
শনিবার বাঁকুড়ার বিডিও অফিসের মিটিং হলে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিশ্বরুপ সনগিরি, সারেঙ্গার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরুণ ভট্টাচার্য্য এবং ডাঃ পায়েল মহাপাত্র।
ন্যাশান্যল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ্ ও নিউরো সায়েন্স (NIMHANS) এবং সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এই ইতিমধ্যে দেশের কয়েকটি রাজ্যে শুরু হলেও সম্ভবত এই রাজ্যে এই প্রথম শুরু হচ্ছে।