আমাদের সামনে এমন ঘটনা আমরা মাঝমধ্যেই দেখতে পাই যে, পথকুকুর কোনও কারণ ছাড়া সাইকেল, বাইক কিংবা কোনও গাড়ির পিছনে ধাওয়া করছে। জেনে রাখা প্রয়োজন যে কুকুরের শত্রুতা আপনার সঙ্গে নয়। বরং আপনার গাড়িতে গন্ধের জেরে কুকুরটি তাড়া করছে।কুকুরের ঘ্রাণশক্তি সাধারণত খুব প্রখর হয়। কুকুরদের মধ্যে স্বভাব রয়েছে টায়ারের বা সাইকেলের চাকায় প্রস্রাব করে দেয়।
এবার সেই সাইকেল কিংবা গাড়ি যখন আমরা চালিয়ে নিয়ে যাই, তখন অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পেয়ে যায়।আর সেই প্রস্ত্রাবের গন্ধেই কুকুরটি তাড়া করে। সেই সময়ে অনেকেই ভাবেন আদতে আপনাকে কুকুর তাড়া করেছে। কিন্তু আদতে এমনটা হয় না।
সাধারণত এরম সমস্যায় কম বেশি সকলেই ভোগেন। বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে নার্ভাস না হওয়াই বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে।অনেকেই এমন সময় নার্ভাস হয়ে যান, গাড়ি বা সাইকেল আরও জোরে চালাতে শুরু করে দেন। ফলে কুকুরগুলিও পিছু ধাওয়া করতে থাকে।