আধিকারিককে মারধর , ক্ষোভ , বকেয়া বিলের চেক তৈরি না করায় নির্বাহী সহায়ককে মারধরের অভিযােগ উঠলাে পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে । ওই ঘটনায় অসুস্থ নির্বাহী সহায়ককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
সােমবার ঘটনাটি ঘটেছে । মুর্শিদাবাদ জেলার জলঙ্গির খয়রামারী পঞ্চায়েত অফিসে । অসুস্থ ওই নির্বাহী সহায়ক সঞ্জীব পান্ডের বাড়ি ইসলামপুরে ।
তিনি জানান বহু পুরানাে একটি কাজের জোর করে বিল করাতে বলেছিলেন প্রধান সেলিনা বিবি । সেটা না করায় আমাকে প্রধান মারধর করে । ওই সময় তাঁর স্বামী রফিকুল ইসলাম উপস্থিত হয়ে প্রধানকে নিয়ে আমাকে জুতাে দিয়ে মেরেছেন । ঘটনার পর ওই সহায়ককে লােকজন মিলে ডােমকল মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান । জানাযায়: পরে অবস্থার অবনতি হলে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই বর্তমানে চিকিৎসাধীন।
অভিযোগ ওড়িয়ে প্রধান সেলিনা বিবি বলেন সঞ্জীব পান্ডে সবসময় উন্নয়নে বাঁধা দেন মূলত সেই সব কথা নিয়ে কথা কাটাকাটি হলে দুজনেরই হাই প্রেসার থাকার ফলে শারীরিক অসুস্থ হলে দুজনেই হাসপাতালে ভর্তি হয়। তবে সঞ্জীব বাবু সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন। তিনি আরও বলেন আমার স্বামী গতকাল পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন।