সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার ।এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার পালার গ্রামের মোড়ের কাছে। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ ।মৃত মহিলার নাম সন্ধ্যা মাঝি বয়স৫৩।
স্থানীয় মানুষের দাবী, পালার গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাঝি ভাতার বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি হনুমান দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ।
অপর দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পার পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ধ্যা মাঝির। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক ডাম্পার ও তার চালকের আটক করেছে ভাতার থানার পুলিশ।
মর্মান্তিক দুর্ঘটনা মৃত 1 / ভাতাড় ACN LIFE NEWS
মর্মান্তিক দুর্ঘটনা মৃত 1 / ভাতাড় ACN LIFE NEWS
Gepostet von ACN Life News am Montag, 14. September 2020
দুর্ঘটনার জেরে ভাতার কামারপাড়া রাস্তা বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ভাতার থানার পুলিশ তড়িঘড়ি গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।