Home আজকের খবর ক্যানেলে অসময়ে জল : মাথায় হাত কৃষকদের

ক্যানেলে অসময়ে জল : মাথায় হাত কৃষকদের

ধান আছে কিন্তু চাল নেই মাথায় হাত কৃষকদের, তার ওপরে অসময়ে ক্যানেলে জল আশায় কার্যত পাকা ধানে মই দেওয়ার মতন অবস্থা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কৃষকদের।

মাঠের বেশিরভাগ জমিতেই সাদা শিস হওয়ার ফলে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। ধান আছে কিন্তু চাল নেই। মাথায় হাত কৃষকদের বর্তমানে আমন ধান কাটার কাজ শুরু হয়েছে । এমতাবস্থায় অসময়ে ক্যানেলে জল আশায় চরম সংকটের ভাতার ব্লকের কৃষকরা। মুলত ভাতার ব্লকের আমারুন, আরড়া,সুনুর, বেলেন্ডা, নওদা, বালসিডাঙ্গা মৌজার বিস্তীর্ণ এলাকায় হু হু করে জল জমিতে চলে আসার ফলে চরম ক্ষতির মুখে কৃষকরা।

https://www.facebook.com/230205334351193/videos/185854619838824

ভাতার ব্লকের কৃষক জসিম মন্ডল জানান,
ঋণ দেনা করে চাষ করেছিলাম আশা করেছিলাম এই ধান তুলে কিছু ঋণ শোধ পরিশোধ করব কিন্তু হঠাৎ ক্যানেলে জল আশায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত।
অন্যদিকে ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাদক্ষ প্রদ্যুৎ পাল জানান ,,ইতিমধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং বর্তমান সরকার কৃষকদের পাশে আছে । ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা আমরা করব।

Most Popular

আয়ের পরিমাণ জানতে দেননি স্বামী! তথ্য জানার অধিকার আইনে বেতনের খুঁটিনাটি জেনে নিলেন স্ত্রী

স্বামীর বেতন কত, জানেন না স্ত্রী। স্বামীকে জিজ্ঞাসা করে কোনও লাভ হয়নি। কিন্তু তাতে দমে যাননি মহিলা। আইনি পথে লড়াই করে স্বামীর বেতনের পরিমা‌ণ...

দুর্গন্ধ’ নিয়ে বকুনি দিয়েছিলেন মমতা, সেই পুজোই পেল সেরা পরিবেশবান্ধব খেতাব।

বিধাননগরের নামকরা পুজোগুলির মধ্যে অন্যতম হল সল্টলেকের এফডি ব্লকের পুজো। প্রতি বছর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, আরও বিষয়ে এই পুজোর চমক থাকে। এবার...

হাল না ছেড়ে জীবনে ফেরার ছবি দেব-প্রসেনজিতের।

পঞ্চমীর ভিড় উজিয়ে মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহ প্রায় ভরতি পেলাম। বুঝলাম দুই হেভিওয়েট তারকার যুগলবন্দির অমোঘ আকর্ষণ। সেই আকর্ষণ প্রায় সোয়া দু’ঘণ্টার...

বিশ্বের দামি জলের বোতলের তালিকায় আর কী কী রয়েছে

এক লিটার জল কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু ৭৫০ মিলিলিটার জল কিনতে যদি ১৫ হাজার টাকা...

Recent Comments