মিড ডে মিলের চালে পোকা স্কুলে বিক্ষোভ দেখাল গ্রামবাসী ও অভিভাবকরা।
পান্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অঙ্গনারী কেন্দ্র 43 জন শিশু ও গর্ভবতী মায়েদের মিড ডে মিলের চাল ও ডাল দেওয়া হয়।
মিড ডে মিলের চালে পোকা ( হুগলী )
মিড ডে মিলের চালে পোকা ( হুগলী )
Gepostet von ACN Life News am Freitag, 16. Oktober 2020
অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বৃহস্পতিবার শিশুদের মিড ডে মিলের চাল ডাল দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় চালে পোকা ও ডালে দুর্গন্ধ বের হচ্ছে এর পরে সেই চালিয়েছে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা ।খাবার অযোগ্য।
পোকা ধরা চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ করতে পারে। তারা চান যেন ভাল চাল দেওয়া হয় স্কুল থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা তিনি দীর্ঘদিন ধরে স্কুলে আসছেন না।