বিয়ের পরে Atm থেকে টাকা তুলতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা এক যুবক । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের লক্ষীনাথপুর ক্যাপটেন পাড়া এলাকায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
নিখোঁজ যুবকের নাম প্রসেনজিৎ পাল । এ ব্যাপারে তার পরিবার থানায় মিসিং ডায়েরি করেছেন । নিখোঁজ যুবকের মা ও বাবা এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছেন ।
যদি ও ওই যুবকের নববধূ দাবি করেন তার ফোন হঠাৎ ম্যাসেজ আসে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার। এর ফলে তাদের পড়শিরা, ওই যুবকের মা-বাবাকে ঘিরে বিক্ষোভ দেখান । যদিও খোঁজ মেলে নি ওই যুবকের ।