বেসরকারি মোবাইল টাওয়ারে আগুন রঘুনাথপুর শহরের বেদিয়া পাড়া এলাকায়। যার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো।
সোমবার আনুমানিক রাত আটটার সময় স্থানীয় মানুষজন প্রথমে ওই মোবাইল টাওয়ারে হঠাৎ করে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের আগ্রাসী রূপ প্রত্যক্ষ করেন।
ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় ওই টাওয়ার ব্যতীত এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে রঘুনাথপুর থানা পুলিশ সূত্রে।
এদিন দেড় ঘন্টা ধরে জ্বলতে থাকা মোবাইল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে দমকল বিভাগের কর্মীদের। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে ঐ মোবাইল টাওয়ারে।
তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন।