চুরি যাওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ টি নামিদামি কোম্পানির মোবাইল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সাহেব দাস(২৩) বাড়ি ইংরেজবাজার থানার নিউ গয়েশপুর এলাকায়। অন্যজনের নাম,দেবব্রত সরকার (২৫) বাড়ি হবিবপুর থানা এলাকায়।
https://www.facebook.com/230205334351193/videos/849724949188454
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে মালদা শহরের রাজমহল রোড এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটলে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউ গয়েশপুর থেকে সাহেব দাস কে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার রাত্রে হবিবপুর এলাকা থেকে দেবব্রত সরকার কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায় সাহেব দাস মোবাইল চুরি করে দেবব্রত সরকারকে সাপ্লাই করতো। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় ৪৮ টি নামিদামি কোম্পানির মোবাইল। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।