এক মহিলা পুলিশের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার 17 নম্বর ওয়ার্ডে I
জেলা পুলিশের সি.আই অফিসে কর্মরত ওই মহিলা পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে। মৃতার নাম সুজাতা সাউ। বাড়ি রাইপুর এলাকায়।
মহিলা পুলিশের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ( বাঁকুড়া )
মহিলা পুলিশের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 2. Oktober 2020
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে জুনিয়র কনস্টেবল হিসেবে রাইপুরের সুজাতা সাউ বাঁকুড়া জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি সি.আই অফিসে কর্মরত ছিলেন। গত তিন মাস ধরে তিনি শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুরে একটি বাড়ির তিন তলায় ভাড়া থাকছিলেন। শুক্রবার ঐ বাড়ি থেকেই ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়েই এসেছেন মৃতার পরিবারের লোকজন। কি করে এই ঘটনা ঘটলো কেউই বুঝে উঠতে পারছেননা বলে জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাঁকুড়া সদর থানার পুলিশ সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সস্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।