Home আজকের খবর জব কার্ডের টোপ দিয়ে মহিলাকে কুপ্রস্তাব, উত্তেজনা

জব কার্ডের টোপ দিয়ে মহিলাকে কুপ্রস্তাব, উত্তেজনা

জব কার্ডের বদলে মহিলাকে সহবাসের প্রস্তাব সুপারভাইজারের।বারে বারে অশালীন প্রস্তাব দিয়ে ফোন,হুমকি। এই ঘটনায় তীব্র উত্তেজনা মালদার যদুপুরে।পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ।

যদুপুর২ গ্রাম পঞ্চায়েতে জব কার্ড দেওয়া চলছিল। যদুপুর গ্রামের এক গৃহবধূ (শোভা মন্ডল) জব কার্ড চাইতে পঞ্চায়েতে গেলে সুপারভাইজার অমল মন্ডল তাঁকে একান্তে জানান জব কার্ড দেবেন কিন্তু তার বদলে তাঁর সঙ্গে সহবাস করতে হবে। অশালীন ইঙ্গিত করেন তিনি।

অভিযোগ, এরপর সেই মহিলা চলে এলে পরে তাঁকে ফোন করা শুরু করেন সেই সুপার ভাইজার। ফোনেও সেই একই প্রস্তাব দেন। মহিলা রাজি না হলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

পরে এই নিয়ে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ করা হলে তিনি নিরব থাকেন।এরপরে সুপার ভাইজারের হুমকি আরও বেড়ে যায়। বাধ্য হয়ে সেই মহিলা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও কাছে লিখিত অভিযোগ করেন।

এরপরেও সুপারভাইজার অমল মন্ডলের বিরুদ্ধে তেমন ব্যবস্থা না নেওয়া হলে আজ গ্রামের বেশ কিছু মানুষ পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে বসেন। এদিকে এই বিষয়কে ইস্যু করে বিক্ষোভে তাদের সঙ্গে সামিল হয় বিজেপিও।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments