ভরসন্ধ্যায় মহিলার ব্যাগ ছিনতাই 3 দুষ্কৃতীর ।শনিবার সন্ধ্যায় চোখের ডাক্তার দেখিয়ে বৈঁচি চারাবাগানে বাপের বাড়িতে ফিরছিল প্রিয়াঙ্কা মুখার্জী। সেই সময় হঠাৎই 3 দুষ্কৃতী বাইকে করে এসে টোটোয় বসে থাকা মহিলার ব্যাগ ছিনিয়ে নেয়।
সেই সময় মানি পার্স সমেত ওই মহিলা টোটো থেকে রাস্তায় ছিটকে পড়ে। তাতেই আহত হয়। পরে মানিব্যাগ ছিনিয়ে বর্ধমানের দিকে চম্পট দেয় 3 দুষ্কৃতী। টোটোয় থাকা আত্মীয়রা তাকে উদ্ধার করে বৈঁচিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে ।
মহিলার ব্যাগ ছিনতাই ( হুগলী )
Gepostet von ACN Life News am Sonntag, 18. Oktober 2020
তার হাতে ও পায়ে চোট লাগে ।মানি পার্সে থাকা বেশ কিছু নগদ টাকা ও মোবাইল খোওয়া যায়। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এসে মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।
বিরোধীদের অভিযোগ ভোর সন্ধ্যেবেলা জি টি রোড এর উপর দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়েছে। অবিলম্বে পুলিশ হস্তক্ষেপ না করলে এই অবস্থা আরো বাড়বে বলে দাবি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।