শহর বর্ধমানে আলমগঞ্জ এ বর্ধমানেশ্বর মোটা শিবে জল দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এবং সঙ্গে ছিলেন কর্মাধ্যক্ষ মিঠু মাঝি ।
একদিকে যেমন নিজের জন্য পুজো দেন তার পাশাপাশি জনসাধারণের জন্য পূজো দিলেন এই জন প্রতি নিধী রা । বিশেষ করে চাষীদের জন্য প্রার্থনা করেন তারা চাষীদের জলের সমস্যা মেটে এবং ভালো যাতে ফসল হয়, তার জন্য মান্নত করলেন তারা ।