কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং উত্তর প্রদেশের হাথরস কান্ডের প্রতিবাদে সিঙ্গুরে মশাল মিছিল।
রবিবার সিঙ্গুরে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং উত্তর প্রদেশের হাথরস কাণ্ডের প্রতিবাদে এক মিছিলের আয়োজন করে সিঙ্গুর ব্লক সভাপতি মহাদেব দাস। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দুর্গাপুর রোড সংলগ্ন খাসেরভেড়ী ইলেকট্রিক পাওয়ার হাউজের সামনে থেকে শুরু হয় তিন কিলোমিটার হেঁটে রতনপুরে এসে শেষ হয়।
রতনপুরে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিলের আগে যে পথসভা হয় সেই পথসভায় তাপসী মালিকের পরিবারও উপস্থিত ছিলেন।
এদিনেই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব দাস সহ তৃণমূল নেতৃত্বরা।