মুহূর্তের সিদ্ধান্তে প্রাণ বাঁচাতে পেরেছেন ছেলের। বিপদ বলে কয়ে আসে না এটা সত্য। তবে বাড়ির উঠোনেই যে এমন বিপদ লুকিয়ে থাকবে তা কল্পনাও করতে পারেনি মা! চোখের পলকে মহিলার এই সিদ্ধান্তের জেরেই প্রাণ বাঁচল ছেলের। সেই ঘটনাই ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।কর্নাটকের মান্ডিয়ার একটি এলাকার ঘটনা।ঘর ও উঠোনের মধ্যের সিড়িটির নীচ দিয়ে যাচ্ছে একটি সাপ। যদিও তাকে দেখার কথা নয় বাড়ির মধ্যে যে রয়েছে তার।
সেটিই হল! মা ও ছেলে উঠোনে নামতে যাবে, ঠিক সেই সময় ছেলের পা গিয়ে পড়ে সাপের গায়ে। ব্যস! ফুঁসে ওঠে নাগিনী। রীতিমতো বিষ দাঁত বের করে তেড়ে আসে ছেলেটির দিকে। ছোবল মারতে যাবে ঠিক সেই সময়ে ছেলেকে টেনে নিয়ে সরে আসে মা। মুখ থুবড়ে উঠোনে পড়ে যায় সাপটি।
পরবর্তী বিপদের আশঙ্কা করে তড়িঘড়ি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। ছেলেটিকে টেনে আনতে এক সেকেন্ডও দেরি হলে এই কেউটে তাকে কামড়ে দিত।তবে মহিলার তাৎক্ষণিক বুদ্ধি ও সিদ্ধান্তের জেরে যেভাবে প্রাণ বাঁচল শিশুটির তাকে কুর্নিশ জানিয়েছে সোশাল মিডিয়ায়। ইতিমধ্যে ভিডিও তো ভাইরাল হয়েছে এবং অনেকে তার বুদ্ধিমত্তা কে স্যালুট জানিয়েছেন।