Home খবর মাংসওয়ালা হলেন রাতারাতি কোটিপতি

মাংসওয়ালা হলেন রাতারাতি কোটিপতি

একই বলে ভাগ্যের চাকা যে কোখুন ঘুরে যাবে কেও বুঝতেই পারে না।এমনই এক মাংস বিক্রেতার ভাগ্য পরিবর্তন হলো ।কি ভাবে চলুন তাহলে যেনে নেওয়া যাক।ঘটনাটি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ছাড়টন্ডুর মেচপাড়া এলাকায়। তার নমে শ্যাম শৈব্য।চাবাগান ও বস্তির হাটে হাটে বরাহ মাংস বিক্রি করে সংসার চালান।

বাড়িতে মা’ ছাড়া দ্বিতীয় কেউ নেই মা ছেলের সংসারে।অন্যান্য দিনের মতোই মাংস বিক্রি করে গেছিলেন চা বাগানে।সেখান থেকে তিনি জন হাটে,হাটের পড়ন্ত বেলায় শ্যাম শৈব্য ১৫০ টাকা দিয়ে ২৫ টি টিকিটের নাগাল্যান্ড ডিয়ার লটারির একটি সিরিজ কেনেন মানিক রায়ের কাছ থেকে। লটারির খেলা অনুষ্ঠিত হয় রাত ৮ টায়।রাত সারে আটটা নাগাদ শ্যাম শৈবের কাছে ফোনে খবর আসে তার কাটা টিকিটে নাগাল্যান্ড ডিয়ার লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা উঠেছে।

খানিকটা ধাতস্থ হওয়ার পর লটারির টিকিট নিয়ে রেজাল্ট মিলিয়ে দেখেন ঘটনা সত্য। এর পর তিনি টিকিট জমা দিয়ে নিয়ম অনুযায়ী আইনি কাজ সেরে নেন। এনিয়ে শ্যাম বাবু জানান, ভাবতেই পারিনি এমন হবে।রাতেই থানায় গিয়ে টিকিট জমা দিয়ে নিয়ম অনুযায়ী কাজ করে রাত ১১ টায় বাড়ি ফিরেছি। টাকা হাতে এলে ব্যবসা বাড়াতে ব্যবস্থা নেব।

তারপর দেখি কি করা যায়। শ্যাম শৈবের মা’য়ের গলায় অন্য সুর শোনা গেল। তিনি জানান, টাকা হাতে এলে ও বাড়িঘর বানাক। তারপর বিয়ে করে সংসারি হোক এটাই চাই। লটারির টিকিট বিক্রেতা মানিক রায় জানান, গত ৭-৮ বছর ধরে লটারির টিকিট বিক্রি করে আসছি। মাঝে ছেড়ে দিয়েছিলাম।টিকিন টাকা জিতে বেজায় খুশি তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments