Home আজকের খবর মৃন্ময়ী-র পুজো

মৃন্ময়ী-র পুজো

করোনাময় পরিস্থিতিতে কৃষ্ণা নবমী পূন্য তিথিতে সাপ্তাহিক লকডাউনের সেপ্টেম্বরের দ্বিতীয় দিনে তোপধ্বনির মাধ্যমে হাজার বছরের প্রাচীন মল্ল রাজাদের দেবী মৃন্ময়ীর পুজোর আগমন ঘটল I

আজ থেকে এক হাজার তেইশ বছর আগে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে এক দৈব ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো । তারপর বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া বিড়াই নদী দিয়ে বয়ে গেছে বহু জল । কালের নিয়মে হারিয়ে গেছে দাপুটে মল্ল রাজাদের রাজ্যপাট । কিন্তু প্রাচীন সেই রীতি মেনে আজ একের পর এক মোট ন’বার তোপধ্বনীর মধ্য দিয়ে সূচীত হল দেবী মৃন্ময়ীর পুজো ।আর তাঁর সাথে সাথেই প্রাচীন মল্ল গড়ে শুরু হয়ে গেল দুর্গাপুজা ।

সময়টা ৯৯৭ খ্রিষ্টাব্দ । মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারের উদ্যেশ্যে বেরিয়ে বাঁকুড়ার বন বিষ্ণুপুরে আসেন রাজা জগৎমল্ল । কথিত আছে আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েন রাজা জগৎমল্ল ।তারপর একের পর এক দৈব ঘটনা ঘটতে থাকে রাজা জগৎমল্লর সঙ্গে । কথিত আছে একাধিক দৈব ঘটনার সম্মুখীন হয়ে রাজা জগৎমল্ল্র সামনে দেবী মৃন্ময়ী আবির্ভূতা হয়ে ওই বট গাছের নিচে তাঁর মন্দির স্থাপনের নির্দেশ দেন । এরপর রাজা জগৎমল্লর উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির । ধীরে ধীরে প্রদ্যুম্নপুর থেকে মল্ল রাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে । মৃন্ময়ী মন্দিরের অদূরেই তৈরি হয় রাজ প্রাসাদ ।মৃন্ময়ীকেই কূলদেবী হিসাবে গ্রহন করেন মল্ল রাজ পরিবার । ধুমধামে শুরু হয় মৃন্ময়ীর পুজো ।রাজার পুজো ।

মৃন্ময়ী-র পুজো ( বাঁকুড়া )

মৃন্ময়ী-র পুজো ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Freitag, 11. September 2020

তাই কালের অমোঘ নিয়মে এই পুজোর রীতি নীতি ও আচারে মিশে গেছে প্রাচীনত্ব ও আভিজাত্য । কিন্তু আজ থেকে ১০২৩ বছর আগে যে বলী নারায়নী পুঁথি অনুযায়ী শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো আজো সেই নিয়ম রয়েছে অব্যাহত । আজো নিয়ম মেনে জীতাষ্টমীর পরের দিন অর্থাৎ আজ নবমীর পূন্য লগ্নে স্থানীয় গোপাল সায়ের থেকে প্রাচীন মৃন্ময়ীর মন্দিরে আনা হল বড় ঠাকুরানীকে । এই বড় ঠাকুরানী আসলে মহাকালী ।রীতি মেনে গোপাল সায়েরে বড় ঠাকুরানীর রূপী পটকে পুজো করে আনা হল মন্দিরে ।সুপ্রাচীন রীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় ন’বার তোপধ্বনীর মধ্য দিয়ে ।নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পুজীতা হবেন বড় ঠাকুরানী ।এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা লক্ষ্মী ও ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী ।

ইতিহাসের অলিগলি বেয়ে সময় পেরিয়ে গেছে হাজার বছর । রাজ প্রাসাদ মিশে গেছে মাটিতে ।সেই আভিজাত্যও আজ নেই । তবু মৃন্ময়ী আছেন । মৃন্ময়ী আছেন প্রাচীন মল্ল রাজগড়ে । একসময় মল্ল ভূম জুড়ে কলেরা মহামারী ঠেকাতে মৃন্ময়ীর পুজোর অন্যতম অঙ্গ হিসাবে মল্ল রাজারা চালু করেছিলেন খচ্চরবাহিনীর পুজো ।তারপর থেকে তা চলে আসছে । ফের একবার বিশ্বজুড়ে শুরু হয়েছে মহামারী । বিষ্ণুপুরের রাজ পরিবার থেকে সাধারন মানুষ সকলেরই বিস্বাস তাদের প্রানের দেবী মৃন্ময়ী ফের একবার এই বিশ্ব মহামারী থেকে উদ্ধার করবেন বিশ্ব বাসীকে ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments