প্রকৃতির টানে জমজমাট মুকুটমণিপুর। জল জঙ্গল পাহাড় বর্ষার অপরূপ পরিবেশ দেখতে হাজির বহু মানুষ। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়েছে 10 হাজার কিউসেক। নদী পথে জল ছাড়ার সেই অপরূপ সৌন্দর্য দেখতে হাজির বহু মানুষ।
করোনা আতঙ্ক কাটিয়ে প্রকৃতিকে উপভোগ করতে বাঁকুড়ার মুকুটমনিপুর মানুষের আগমনে হয়ে উঠেছে জমজমাট। বর্ষার বৃষ্টি গায়ে মেখে কালো মেঘে ঢাকা পাহাড় এবং নদীপথে জল ছাড়ার দৃশ্য দেখতে হাজির হয়েছে বহু মানুষ।
মুকুটমণিপুরে পর্যটকের আগমণ ( বাঁকুড়া )
মুকুটমণিপুরে পর্যটকের আগমণ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 24. August 2020
দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে শুনশান হয়ে উঠেছিল মুকুটমণিপুর। বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটক ও বহু মানুষের আগমনে আজ যেন ভরে উঠেছে প্রকৃতিপ্রেমিক মানুষের আগমনে।
প্রকৃতির স্বাদ নিতে দীর্ঘ লকডাউন এর গৃহবন্দির জীবন থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন ঘুরতে আসা মানুষজন।