এসিএন লাইফ নিউজ, ২২ অক্টোবর : মুম্বইয়ে লোয়ার প্যারেলের বহুতলে আগুন । লালবাগ এলাকায় নির্মীয়মাণ আবাসনে আগুন লাগে । বহুতলটিতে রয়েছে ৬০ তলা । এরমধ্যে ১৭ থেকে ২৫ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে । আগুন প্রথমে বহুতলের ১৯ তলায় লাগে । আগুন নেভানোর জন্য ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো । যেখানে দেখা যাচ্ছে, জীবন বাঁচাতে বিল্ডিয়ের ২০ তলা কার্নিশে ঝুলতে দেখা যায় তাঁকে । এরপরই তিনি সেখান থেকে নীচে পরে যান । ঘটনায় মৃত্যু হয় ব্যক্তির বলে জানা যায় ।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । ওই বহুতলের পাশে রয়েছে আরও আবাসিক বহুতল । বেলা পৌনে বারোটা নাগাদ স্থানীয়দের ফোন পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে । এরপর আরও ইঞ্জিন আসে ঘটনাস্থলে ।