মুম্বাই, ১৮ জুলাই : প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই । বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুম্বইয়ে । এর জেরে প্রাণ হারালেন ২৪ জন ।
গতকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে মুম্বাইয়ে । বৃষ্টির জেরে প্লাবিত মু্ম্বইয়ের বিস্তীর্ণ এলাকা । জলের নিচে বহু এলাকা । লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ । এর মাঝেই গতকাল চেম্বুরে ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৭ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে ।
অন্যদিকে, ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মহারাষ্ট্রর মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেও। নিহতদের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।