এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : মুম্বই রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । তাঁদের নাম আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইস্মিত সিংহ, মাহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া । একথা জানিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়ারখেড়ে ।
প্রসঙ্গত, শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালান এনসিবির আধিকারিকরা । সেখানে তাঁরা ১০ জনকে আটক করেন । অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল । আর সেই পার্টি থেকে আটক হওয়া১০ জনের মধ্যেই রয়েছে আরিয়ান খান । বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক ।
এনসিবি সূত্রে খবর, আরিয়ান দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল । তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের ।
এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক । আরিয়ানের লেন্স বক্সের মধ্যে মাদক পাওয়া যায় ।
ছবি সৌ : এএনআই টুইটার