Home দেশর খবর মুম্বই মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

মুম্বই মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : মুম্বই রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । তাঁদের নাম আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইস্মিত সিংহ, মাহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া । একথা জানিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়ারখেড়ে ।

 

 

 

 

 

প্রসঙ্গত, শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালান এনসিবির আধিকারিকরা । সেখানে তাঁরা ১০ জনকে আটক করেন । অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল । আর সেই পার্টি থেকে আটক হওয়া১০ জনের মধ্যেই রয়েছে আরিয়ান খান । বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক ।

 

 

 

 

এনসিবি সূত্রে খবর, আরিয়ান দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল । তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের ।

 

 

 

 

 

এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক । আরিয়ানের লেন্স বক্সের মধ্যে মাদক পাওয়া যায় ।

 

 

ছবি সৌ : এএনআই টুইটার

Most Popular

ইন্দোনেশিয়ায় ফুটবল হাঙ্গামার কারণে বড় শাস্তি হল দুই ক্লাব আধিকারিকের

আধিকারিক ১৭৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।দু’দলের সমর্থকদের মারামারিতে জড়িয়ে পড়ার একাধিক ভিডিয়ো দেখা যায়।ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে সমর্থকদের হাঙ্গামার কারণে মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন...

জলের বোতলে অ্যাসিড পান করে সঙ্কটজনক শিশু, হাত জ্বলে গেল আর এক খুদের

গত ২৭ সেপ্টেম্বর পরিবারের এক সদস্যের জন্মদিন উদ্‌‌যাপন উপলক্ষে ওই রেস্তরাঁয় গিয়েছিলেন মহম্মদ আদিল নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জলের বোতল দেন রেস্তরাঁর এক...

সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে

চট্টোপাধ্যায়কে প্রতিটা সাজেই এত সুন্দর দেখায় যে, তা দেখে প্রেমে পড়ে যান অনুরাগীরা। আর তা হবে না কেন? অভিনেত্রীর সৌন্দর্যের কদর তো করতেই হবে।...

মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি।

পুজোয় ডান হাতের কাজ বন্ধ রাখা যায় না। ভোজনপ্রিয় বাঙালির কাছে এটা প্রায় দুঃসাধ্য। যাঁরা সারা বছর কড়া ডায়েটে থাকেন, তাঁরাও এই কটা দিন...

Recent Comments