Home আজকের খবর মুমূর্ষু প্রৌঢ়াকে রক্ত দিয়ে বাঁচালেন কলেজছাত্রী

মুমূর্ষু প্রৌঢ়াকে রক্ত দিয়ে বাঁচালেন কলেজছাত্রী

রক্তাস্বল্পতায় আক্রান্ত মহিলাকে রক্ত দিয়ে প্রান বাঁচালেন বিজ্ঞান বিভাগের(হর্টিকালচার) দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রকৃতি সিং(১৯)।শুক্রবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে উম্মেশা বিবি(৫০)কে এক ইউনিট ও পজিটিভ রক্ত জোগান দিয়েছেন। উল্লেখ্য,বুধবার সামসি অঞ্চলের ভাদো এলাকার ওই রোগী হাসপাতালে ভর্তি হন।রক্তের প্রয়োজন রয়েছে পরিবারকে জানায় চিকিৎসকরা।

চাঁচলের হোয়াটস‍্যাপ গ্রুপ ভয়েস অফ চাঁচলের আওয়াজের প্রশাসক অভিজিৎ দাসের আবদনে সাড়া দিয়ে রক্ত দিতে এগিয়ে আসে উত্তরাখন্ডের দেরাদুনে পাঠরত বিজ্ঞান বিভাগে(হর্টিকালচার) দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রকৃতি সিং। সম্প্রীতি করোনায় কলেজ বন্ধ রয়েছে। তাই বাড়িতেই রয়েছে সে। ওই ছাত্রী বলেন,এমন সামাজিক কাজের সুযোগ পেয়ে হাতছাড়া করতে চায়নি। খবর পেয়েই ছুটে এসছি।সঙ্কটজনক মুহুর্তে মানুষের পাশে থাকাটাই সকলের নৈতিক কর্তব‍্য।

https://www.facebook.com/230205334351193/videos/822033228633650

হোয়াটস‍্যাপ গ্রুপের অভিজিৎ দাস বলেন, আমরা আজকে নতুন করে নয়। দীর্ঘ কয়েক বছর ধরেই এমন সামাজিক মূলক কাজ করে থাকি।
রক্ত পেয়ে খুশি রোগী পরিজনেরা।
তবে করোনার আগমনে উত্তরবঙ্গের হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা গেছে। এই মুহুর্তে একে অপরকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন চিকিৎসক মহল।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments