হুগলি জেলার চন্ডিতলার খালপাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডুহীন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শনিবার চন্ডিতলা থানার অন্তর্গত ব্রাহ্মণডাঙ্গা এলাকায় খালপাড়ে এক ব্যক্তির মাথা কাটা দেহ দেখে পুলিশে খবর দেয়।
https://www.facebook.com/230205334351193/videos/134796578069834
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডিতলা থানার পুলিশ।মৃতদেহের মাথার সাথে দুটি হাতের কব্জিও কাটা রয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।