বছর ১৯-র ওই তরুনীর নাম ঋত্বিকা দাস।
কী করে মাত্র ১৯ বছরে এভাবে মৃত্যু হল বাঁশদ্রোণীর ঋত্বিকা দাসের ? গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিম কর্তৃপক্ষ এবং বন্ধুরা জানিয়েছে, জিম করতে করতেই হঠাৎ করে ‘বুকে ব্যথা’ অনুভব করেন। জানা গিয়েছে, বাড়ির কাছে জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন ঋত্বিকা ।
তার জিমের বন্ধুদেরও বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই মৃত্যু আসল কারণ কী ? পুলিশ সূত্রে খবর, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। আশাকরা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই এর প্রকৃত কারণ প্রকাশ্যে আসবে।
তিনি মূলত বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা। জানা গিয়েছে, জিম করতে গিয়ে আচমকাই ‘বুকে ব্যথা’ অনুভব করেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।