এক নাবালিকাকে ফুঁসলিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ধৃতের নাম খাইরুল সেখ। বয়স ২৭ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের ভাতারের শিকত্তোর গ্রামের নাবালিকা এক স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যাই ওই যুবক।
টিউশন থেকে ঐ ছাত্রী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করার পর জানতে পারে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের ওই যুবক তার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। এরপরই পরিবারের পক্ষ থেকে ভাতার থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাতার থানার পুলিশ ।
আজ ভাতারের বলগোনা বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে এবং ওই নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ধৃত যুবককে বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায় পুলিশ এবং ওই নাবালিকাকে উদ্ধার করে আদালতে হাজির করে।