মিষ্টির লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকা প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী দাদার বিরুদ্ধে। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার ত্রিশালন গ্রামের ঘটনা।
নিগৃহিতার পরিবারের অভিযোগ, সকাল দশটা থেকে তাদের প্রতিবন্ধী বড় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে তিনটে নাগাদ তাকে খুঁজে পাওয়া যায়। অভিযুক্ত প্রতিবেশী ঐ দাদা মিষ্টির লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাদের মেয়েকে ধর্ষণ করে ও এই কথা কাওকে বললে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ।
নাবালিকা প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ( বাঁকুড়া )
নাবালিকা প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 28. August 2020
নিগৃহিতার পরিবারের তরফে অভিযুক্তের নামে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঐ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নিগৃহিতার বাবা মা।
পুলিশের পক্ষ থেকে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।