ভাতার থানার পুলিশের তৎপরতায় বন্ধ হল নাবালিকার বিয়ে। পূর্ব বর্ধমানের ভাতার থানার শিলাকোট গ্রামের ১৫ বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন করেছিল পরিবারের লোকজন ।
মেয়েটির বাড়ি ভাতারের মান্দারবাটি গ্রামে । পাশের গ্রাম শিলাকোটেরএক আত্মীয়র বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করেছিল তার পরিবারের লোকজন। গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ বছরের নাবালিকার বিয়ে বন্ধ করে । এবং ওই নাবালিকাকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে।
https://www.facebook.com/230205334351193/videos/287724609157058
ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান চাইল্ড লাইনে খবর দেওয়া হলে, বর্ধমান চাইল্ড লাইন এর আধিকারিকরা এসে ওই মেয়েটিকে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা কন্যাদায় থেকে মুক্তি পাওয়ার জন্য ওই নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করে।