নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে ২৭ মার্চ ও ১ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় বাঁকুড়ার ১২ কেন্দ্রে ভোট। আর তাই জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে কমিশন।
বৃহস্পতিবার জেলাশাসক কে.রাধিকা আইয়ার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্ত্তী বিষ্ণুপুর থানা এলাকায় মিশ্রীশোল নাকা চেকিং এ অংশ নেন।
পথ চলতি গাড়ি গুলিকে থামিয়ে জেলাশাসকের উপস্থিতিতে তল্লাশি করেন উপস্থিত পুলিশ কর্মী-আধিকারিকরা। সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তও।