গোল্ডেন গ্লোব’ (Golden Globe Awards) পাওয়ার পর এবার ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর (95th Academy Awards) মঞ্চে ‘বেস্ট অরিজিন্যাল সং’ (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’ (Naatu Naatu)।আর আর আর’ (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত ভারত ।ফের সেরার শিরোপা পেল এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত ‘আর আর আর’ ছবির গান ‘নাটু নাটু’।
‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘টেল ইট লাইক এ ওম্যান’ ছবির গান ‘অ্যাপ্লজ’, ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ ও ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির ‘দিস ইজ এ লাইফ’।প্রসঙ্গত, ‘নাটু নাটু’ গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন এদিনের অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন।
‘আর আর আর’ অর্থাত্ ‘রাইজ রোর রিভোল্ট’। এই ছবি তৈরি হয় ভারতের স্বাধীনত পূর্ববর্তী প্রেক্ষাপটে। দুই রিয়েল লাইফ হিরোর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কল্প ছবি। অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম, দুই বাস্তব হিরোর জীবনের ওপর নির্ভর করে তৈরি এই ছবি। এদিন অস্কার নিতে মঞ্চে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী।আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার ‘নাটু নাটু’। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল ‘নাটু নাটু’।