Home আজকের খবর পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু

পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু

এসিএন লাইফ নিউজ ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : দীর্ঘ টানাপোড়েনের অবসান ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন নভজোৎ সিং সিধু । রবিবার রাতে এমনটাই ঘোষণা কর হল কংগ্রেসের তরফে ।

কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধী নভজোৎ সিং সিধুকে এই দায়িত্ব দেন। পাশাপাশি কার্যকরী সভাপতি করা হয়েছে সংগত সিং গিলজিয়ান, পবন গোয়েল, কুলজিৎ সিং নাগরা ও সুখবিন্দর সিং ড্যানিকে । অন্যদিকে, সিধুকে পেয়ে অমৃতসর, পাতিয়ালা ও অন্যান্য জায়গায় সেলিব্রেশনে মেতেছেন কংগ্রেস সমর্থকরা ৷

বিগত কয়েক মাস ‌ধরেই মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের সঙ্গে টানাপড়েন চলছিল সিধুর । দু’পক্ষের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সম্প্রতি গাঁধী পরিবারের কাছেও নালিশ জানিয়ে এসেছিলেন সিধু । দুই নেতার সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করে বৈরিতা মেটানোর চেষ্টা করা হয়েছিল কংগ্রেসের তরফে । কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি । তার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হল কংগ্রেস হাইকমান্ডের তরফে ।

উল্লেখ্য, ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন । তার আগে দলের সব কোন্দল থামাতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । তবে এরফলে এই কোন্দল থামবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments