এসিএন লাইফ নিউজ ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : দীর্ঘ টানাপোড়েনের অবসান ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন নভজোৎ সিং সিধু । রবিবার রাতে এমনটাই ঘোষণা কর হল কংগ্রেসের তরফে ।
কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধী নভজোৎ সিং সিধুকে এই দায়িত্ব দেন। পাশাপাশি কার্যকরী সভাপতি করা হয়েছে সংগত সিং গিলজিয়ান, পবন গোয়েল, কুলজিৎ সিং নাগরা ও সুখবিন্দর সিং ড্যানিকে । অন্যদিকে, সিধুকে পেয়ে অমৃতসর, পাতিয়ালা ও অন্যান্য জায়গায় সেলিব্রেশনে মেতেছেন কংগ্রেস সমর্থকরা ৷
বিগত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের সঙ্গে টানাপড়েন চলছিল সিধুর । দু’পক্ষের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সম্প্রতি গাঁধী পরিবারের কাছেও নালিশ জানিয়ে এসেছিলেন সিধু । দুই নেতার সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করে বৈরিতা মেটানোর চেষ্টা করা হয়েছিল কংগ্রেসের তরফে । কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি । তার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হল কংগ্রেস হাইকমান্ডের তরফে ।
উল্লেখ্য, ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন । তার আগে দলের সব কোন্দল থামাতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । তবে এরফলে এই কোন্দল থামবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে ।