Home আমলের নবাব আমলের কামান উদ্ধার কলকাতায়

নবাব আমলের কামান উদ্ধার কলকাতায়

এই দেড় ফুট মাটি খুঁড়তেই দেখা যায়, মাটির নীচে কামানকে ঘিরে আছে অসংখ্য কেবল–তার। সেগুলি সরিয়ে আরও আড়াই ফুট খোঁড়া হয়। সব মিলিয়ে চার ফুট খোঁড়ার পর আর খোঁড়া হয়নি। কারণ সন্ধ্যে নেমে গিয়েছিল। এখন সব মিলিয়ে নজরে আসছে কামানের পাঁচ ফুট অংশ। শেষাংশ আছে আরও গভীরে। এটা দেখতে এলাকায় ভিড় জমে যায়।মাটির নীচ থেকে উদ্ধার প্রত্নতত্ত্ব সামগ্রী সেই ইতিহাসকে সামনে এনেছিল। এবার দমদম থেকেই কলকাতার ইতিহাসের আরও এক নতুন প্রাচীন ইতিহাসের সন্ধান মিলল। দমদম সেন্ট্রাল জেলের মোড়ের মাটির তলায় মিলেছে একটি বিশাল কামান।

মাটি খুঁড়ে বের করার চেষ্টা হলেও পাঁচ ফুটের বেশি বের করা যায়নি। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানান, ওই কামান মাটির নীচে আরও পাঁচ ফুট রয়েছে বলে মনে করা হচ্ছে। এটিই হবে কলকাতার সবচেয়ে বড় কামান। যা সমৃদ্ধ করবে ইতিহাসকে।স্থানীয় সূত্রে খবর, দমদম সেন্ট্রাল জেলের মোড়ে রাস্তার ধারে বহুদিন ধরে উঁকি দিচ্ছে কামানের মুখ।

মাটি থেকে তার উচ্চতা এক ফুটের মতো। নীচে কতটা গভীর সেটা জানা যায়নি। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এই কামান উদ্ধারের উদ্যোগ নেন। তিনি এবং কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন পৌঁছন ঘটনাস্থলে। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ শুরু হয় খোঁড়াখুঁড়ি। আর মাটি সরানো হতেই দমদম থানার পুলিশ জায়গাটি ঘিরে রাখে।

ভিড় জমে যায়।সব মিলিয়ে চার ফুট খোঁড়ার পর আর খোঁড়া হয়নি। কারণ সন্ধ্যে নেমে গিয়েছিল। এখন সব মিলিয়ে নজরে আসছে কামানের পাঁচ ফুট অংশ। শেষাংশ আছে আরও গভীরে। এটা দেখতে এলাকায় ভিড় জমে যায়। আর আজ, বৃহস্পতিবার সকাল থেকেই মানুষের উঁকিঝুঁকি শুরু হয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments