তবে কি সুখের সংসারে ভাঙন? এমন কি হল যে আবারও নতুন কাউকে খোঁজার চেষ্টা করছেন মিমি?পাহাড়ে বেড়াতে গিয়ে বরফের দেশেই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী। পরনে শীতপোশাক, চোখে রোদচশমা, পাহাড়ের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। এমনই এক ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘এক দিন পাহাড়ের সঙ্গে ডেটে।’মিমি দত্ত টালিগঞ্জের পরিচিত মুখ। বিয়ে করেছেন অভিনেতা ওম সাহানিকে।
প্রায় দু’বছর হল চুটিয়ে সংসার করছেন এই তারকা জুটি। কিছু দিন আগে জমিয়ে স্বামী ওমের জন্মদিনও পালন করেছেন অভিনেত্রী। এত কিছুর মধ্যেই নায়িকার জীবনে নতুন ডেট। দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। তবে কি কাঞ্চনজঙ্ঘার কোলে খুঁজে পেলেন কাউকে? না আসলে মোটেই তেমনটা ঘটেনি।
দার্জিলিংয়ে নিজের পছন্দের জায়গায় ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহূর্ত। তাঁর কাছে ওমের থেকেও বেশি প্রিয় পাহাড়। কিছু দিন বরফের দেশে কাটিয়ে কলকাতা ফিরে ফের যোগ দেবেন কাজে।তাই চিন্তার কোনো কারণ নেই ।