Home body recover new bornbaby সদ্যজাত শিশুর দেহ উদ্ধার

সদ্যজাত শিশুর দেহ উদ্ধার

বাঁকুড়া, ১৫ জুলাই : পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ । বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের ঘটনা। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

স্থানীয়রা জানায়, শহরের স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় পরিত্যক্ত বাড়িতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে তাঁরা। এরপর তাঁরা বিষ্ণুপুর থানায় বিষয়টি জানায়‌ । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

 

 

 

 

 

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরেশ বাগদী বলেন, “দোকানে চা খাওয়ার জন্য বসেছিলাম । দু’টো কুকুর বসে ছিল । পরে রক্ত দেখে সন্দেহ হলে গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পড়ে আছে। বিষয়টি বিষ্ণুপুর থানায় জানানো হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।”

 

 

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments