বাঁকুড়া, ১৫ জুলাই : পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ । বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের ঘটনা। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রা জানায়, শহরের স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় পরিত্যক্ত বাড়িতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে তাঁরা। এরপর তাঁরা বিষ্ণুপুর থানায় বিষয়টি জানায় । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরেশ বাগদী বলেন, “দোকানে চা খাওয়ার জন্য বসেছিলাম । দু’টো কুকুর বসে ছিল । পরে রক্ত দেখে সন্দেহ হলে গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পড়ে আছে। বিষয়টি বিষ্ণুপুর থানায় জানানো হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।”