শর্ট বাউন্ডারি নৈশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল তিরশই একাদশ। মালদহের মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের মাদাইহাট টেন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় টুর্নামেন্ট।
স্থানীয় মাঠে খেলা চলে বৃহস্পতিবার সারারাত। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রহিম বক্সী সহ স্থানীয় ক্রীড়া প্রেমিকরা। জেলা ও ভিন জেলা থেকে একাধিক ক্রিকেট দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে। দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া।
https://www.facebook.com/230205334351193/videos/379038293366261
ফাইনালের মুখোমুখি হয়ে মাদাইহাট টেন একাদশকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় তিরশই একাদশ। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও নগদ অর্থে পুরস্কৃত করা হয়েছে।