দুপুরে স্নান করতে এসে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলে। মৃতের নাম মধুসূদন মাহাতো (৪৮)। বুধবার সারেঙ্গা থানা এলাকার বরাগাড়ি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও পিরলগাড়ি গ্রামের মধুসূদন মাহাতো কংসাবতী সেচ ক্যানেলে স্নান করতে এসেছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা খবর পেয়ে বরাগাড়ি জঙ্গল সংলগ্ন ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার করেন।
নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ( বাঁকুড়া )
নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Mittwoch, 16. September 2020
মৃতের ভাইপো দীপ মাহাতো ও স্থানীয় বাসিন্দা নির্মল মাহাতোরা বলেন, ক্যানেলের জলে মৃতদেহ ভেসে আসতে দেখে এলাকার মানুষ উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তবে বিষয়টি নিছকই দূর্ঘটনা বলে মৃতের পরিবারের তরফে দাবী করা হয়েছে।
সারেঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে বিষয়টি খুন, আত্মহত্যা না নিছকই দূর্ঘটনা সেবিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।