তালডাংরা থানার তিলাঘাগরি গ্রাম সংলগ্ন জলাধার থেকে নবী হোসেন মল্লিক নামে এক বছর 55-এর ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তিলাঘাগরি গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত পরশু দিন ভোর চারটে নাগাদ নবী হোসেন খান তার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায় তারপর সকাল ছটা নাগাদ পর্যন্ত তার কোন খোঁজ না মেলায় পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ খোঁজাখুঁজি করতে শুরু করে।
https://www.facebook.com/230205334351193/videos/183004283456570
নবী হোসেন কে দীর্ঘসময় খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে, পরিবারের সদস্যরা তালডাংরা থানার একটি মিসিং ডায়েরি ও করেন। এরপর তালডাংরা থানার ওসি আবদুস সামাদ আনসারী অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে গ্রামের মানুষের সন্দেহজনক তিলাঘাগরি গ্রাম সংলগ্ন বোসের বাঁধের জলে খোঁজাখুঁজি শুরু করে।
এবং টানা দু’দিন তল্লাশি চালিয়ে পরেও খোঁজ না মেলায় আজ সকাল সাড়ে আটটা নাগাদ ডুবুরি নামিয়ে তিলাঘাগরি গ্রাম সংলগ্ন বোসের বাঁধ থেকে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মৃতদেহ তালডাংরা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ পাঠায়।