বন্দুকের পর এ বার বুলেটপ্রুফ গাড়ি।গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন আগেই। বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করছেন সলমন খান!সলমনের ঘনিষ্ঠ মহলের দাবি, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ‘ভাইজান’। তার উপর, সম্প্রতি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।
পুলিশ সেই আবেদন মঞ্জুরও করেছেন। তার পরও নিরাপত্তা মজবুত করতে গাড়িটিকেও বুলেটপ্রুফ করে নিলেন সলমন।সলমনের বাবা সেলিম খানের নিরাপত্তারক্ষীরা যে হুমকি চিঠি উদ্ধার করেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।এই ঘটনায় সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করা হচ্ছে।এ বারের ঘটনায় গ্যাংস্টারের সহযোগীদের জেরা করার পরে সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।