কালীপুজোর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি থেকে উদ্ধার প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার তিন বাজি ব্যবসায়ী।
কালীপুজোর আগে নিয়মমাফিক গতকাল রাতে চম্পাহাটি এলাকায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ।
https://www.facebook.com/230205334351193/videos/4551702011537607
উদ্ধার হয় ১ লক্ষ ২২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ শব্দবাজি।
যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বেআইনি বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় তিন বাজি ব্যবসায়ীকে।